দীর্ঘ প্রতীক্ষার পর গত বৃহস্পতিবার ছিলো ভারতের সিনেমাপ্রেমীদের জন্য এক জমজমাট শুক্রবার। মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি। এদিকে প্রথম দিনের জন্য অগ্রিম বুকিংয়ে রণবীর কাপুর অভিনীত এই ছবিটি এরইমধ্যে ভারতজুড়ে ৩৪ কোটি রুপি আয় করেছে। এ ছাড়া প্রথম দিন এ ছবির ১৩ লাখ ৫২ হাজার ৫৭৮টি টিকিট বিক্রি হয়েছে। ৩ ঘণ্টা ২১ মিনিটের রান টাইম সত্ত্বেও ছবিটি সারা দেশে ১৬ হাজারেরও বেশি শো বুক করতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রথম দিনে ৪০ কোটি টাকা আয় করবে সিনেমাটি। সন্দীপ রেড্ডি বঙ্গ পরিচালিত ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর ও রাশমিকা দম্পতি হিসেবে অভিনয় করেছেন। অনিল কাপুর রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন এবং ববি দেওলকে মুভিতে প্রধান খলনায়ক হিসেবে দেখা গেছে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম-এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমার দৈর্ঘ্য নিয়ে রণবীর কাপুর বলেন, ‘অ্যানিমেল-এর গল্পটি দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এই পরিমাণ সময় প্রয়োজন। আমরা ৩ ঘণ্টা ৪৯ মিনিটের প্রথম কাটটি দেখেছি এবং আমরা আনন্দ পেয়েছি। দৈর্ঘ্য দেখে আতঙ্কিত হবেন না এবং শুধু সেরা সিনেমার অভিজ্ঞতা নিন।’ ২০০ কোটি রুপি বাজেটের ‘অ্যানিমেল’ পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। এতে রণবীর ও অনিল কাপুর রয়েছেন বাবা-ছেলের চরিত্রে। পর্দায় তাদের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।