গাজীপুরের টঙ্গী মিলগেইট নামাবাজার এলাকায় গুদাম মালিকের বিরুদ্ধে আয়োজিত সালিশে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভাড়াটিয়াকে জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। ভাড়াটিয়াকে গুদাম ছাড়ার কোনোরূপ নোটিশ না দিয়ে এবং মালামাল ভেতরে রেখেই দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন গুদাম মালিক। এ ঘটনায় শুক্রবার রাতে গুদাম মালিক ও ৫৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আবু ওরফে আবু মিয়াকে (৫০) বিবাদী করে পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগি ভাড়াটিয়া মোহাম্মদ আনিছ। ভূক্তভোগি আনিছ জানান, আমি দীর্ঘদিন যাবত আবু মিয়ার গুদাম ভাড়া নিয়ে বর্জিত তুলার ব্যবসা পরিচালনা করে আসছি। গত ২৭ নভেম্বর আমার বন্ধু সুমন চন্দ্র রায়ের আবু মিয়ার সাথে আর্থিক লেনদেনের বিষয় নিয়ে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে আমি উপস্থিত থাকায় আবু মিয়া আমার উপর ক্ষিপ্ত হন। শুক্রবার সন্ধ্যায় আমাকে কিছু না জানিয়ে এবং গুদাম ছাড়ার কোনো নোটিশ না দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেন। একপর্যায়ে গুদামে তালা দেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। অভিযুক্ত আবু মিয়ার সাথে যোগাযোগ করা হলে গুদামে তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমার গুদাম আমি ব্যবহার করবো, তাই তাকে নিষেধ করে দিয়েছি। আবার যদি কখনও গুদাম ভাড়া দেই তাহলে তাকেই (আনিছ) দেয়া হবে। এ ব্যাপারে যোাগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।