ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নে দফাদার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন হাবিবুর রহমান। অভিযোগ সুত্রে জানাযায়, গত ২৯ অক্টোবর বাকতা ইউনিয়নের ৩টি ওয়ার্ড যথাক্রমে ৫,৬ ও ৯ ওয়ার্ডে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যার স্মারক নং- ০৫.৪৫.৬১২০.০০০১৪.০০১.২২(অংশ-২)১০৫১। উল্লিখিত বিজ্ঞপ্তিতে শর্ত মোতাবেক সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা ১৮-৩০ এর বিধান থাকলেও ৯ নং ওয়ার্ডের নিয়োগপ্রাপ্ত রোজিনা আক্তার জাতীয় পরিচয়পত্রের তথ্যানুযায়ী জন্ম তারিখ ১৫/১১/১৯৮৯ (৩৩ বছর ১১ মাস ১৪ দিন) ও তাহার স্বামীর বাড়ী অন্যত্র হওয়া সত্ত্বেও দফাদার হিসেবে নিয়োগ পাওয়ায় হাবিবুর রহমানসহ অন্যান্য আবেদনকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শর্ত লঙ্ঘন করে নিয়োগ দেওয়ার বিষয়ে স্থানীয়রা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগকারী হাবিবুর রহমান বলেন, বয়স গোপন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা না হয়েও গ্রাম পুলিশে চাকুরি হওয়া খুবই আশ্চার্যজনক। এ ব্যাপারে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান বলেন, বয়স বেশি হওয়ার পরেও গ্রাম পুলিশ নিয়োগ দেওয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি। এ বিষয়টি ইউএনও কে দেখতে বলা হয়েছে।