মেহেরপুরে দুটি বোমাসদৃশ্য বস্তুু উদ্ধার

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :  : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৩, ১২:৫১ এএম

মেহেরপুরের পিরোজপুর গ্রামের একটি বাড়ির ছাঁদ থেকে দুটি বোমাসদৃশ্য বস্তুু উদ্ধার করেছে র‌্যাব। শনিবার দুপুর ১ টায় সদর উপজেলার পিরোজপুর গ্রামের সাত্তারের ছেলে মিঠুনের বাড়ির ছাঁদ থেকে পরিত্যাক্ত অবস্থায় বোমা সাদৃশ্য বস্তুু দুটি উদ্ধার করা হয়। র‌্যাব সূত্র জানায়, পিরোজপুর গ্রামের সাত্তারের ছেলে মিঠুনের বাড়ির ছাদে একটি ব্যাগের মধ্যে লালটেপ দিয়ে মড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তুু রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেগুলো উদ্ধার করা হয়। মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন,ভয়ভীতি দেখানোর জন্য সাদৃশ্য বস্তুু রাখতে পারে। এতে অতংকিত হওয়ার কিছু নেই। বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW