ব্রাহ্মণবাড়ষ্টিয়ার আশুগঞ্জে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ অভযিান শুরু হয়ছে। মঙ্গলবার দুপুরে আশুগঞ্জ খাদ্য গোডাউনে ধান চাউল সংগ্রহ অভিযানরে উদ্বোধন করেন আশুগঞ্জ উপজলো পরিষদরে চেয়ারম্যান মো. হানফি মুন্সী। অনুষ্ঠানে আশুগঞ্জ উপজলো নির্বাহী র্কমর্কতা শ্যামল চন্দ্র বশাকরে সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চিন্তামনি তালুকদার, খাদ্যগুদামরে ভারপ্রাপ্ত র্কমর্কতা মো. সোলাইমান মিয়া, আশুগঞ্জ উপজেলা চাতালকল মালকি সমিতির সাবেক সভাপতি মোঃ জোবায়ের হায়দার বুলু, ব্যবসায়ী হাসান ইমরানসহ বিশেষ ব্যাক্তির্বগ উপস্থতি ছিলেন।
উপজেলা খাদ্যগুদামরে ভারপ্রাপ্ত র্কমর্কতা মো. সোলাইমান মিয়া জানান, এ বছর মিলারদের কাছ থেকে আশুগঞ্জ উপজেলা খাদ্যগুদামে সিদ্ধ চাউল ৪৪ টাকা কেজি দরে ১৫ হাজার ৫৭৮ মেট্রিক টন, আতব চাউল ৪৩ টাকা ধরে ১১ হাজার ২৪৫ মেট্রিক টন ও ৩০ টাকা ধরে ১৩৪ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছররে ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ সংগ্রহ শেস করতে হবে।