মান্দায় আগুনে পুড়ল বসতবাড়ি

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) :  : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৩, ০২:৫০ এএম

নওগাঁর মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে মাটির একটি দোতালা বাড়ি। শুক্রবার গভীর রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। গৃহকর্তা মোশারফ হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যার পর খাওয়া-দাওয়া শেষে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে দোতালার উত্তরপাশের একটি ঘরে হঠাৎ করেই আগুন লেগে যায়। আগুনে ২৫ হাজার টাকাসহ বসতবাড়ির সমুদয় মালামাল পুড়ে গেছে। প্রতিবেশী জাহাঙ্গীর আলম বলেন, ‘গভীর রাতে মোশারফের দোতালার ঘরে আগুন লাগার বিষয়ে টের পেয়ে ডাক-চিৎকার শুরু করি। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে আগুনের নেভানোর চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি।’ মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ (ভারপ্রাপ্ত) শফিউর রহমান বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়িটি পুড়ে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে পুরো বাড়িটিই পুড়ে গেছে। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW