দৌলতখানে বিধবার মিলের মর্টার চুরি

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) :  : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩০ এএম : | আপডেট: ২ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩০ এএম

ভোলার দৌলতখান পশু হাসপাতাল রোডের শহর তলীর একটি মিল ঘরে চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে। সক্সঘবদ্ধ চোর মিলের আটা ময়দা চাউল গুঁড়ো করার বিদ্যুৎ চালিত একটি মর্টার নিয়ে গেছ। শুক্রবার দিবাগত গভীর রাতে মৃত সিরাজ মিয়ার স্ত্রী বিবি আয়েশার মিল ঘরে চুরি সংগঠিত হওয়ার ঘটনা ঘটে। চোর দল চার সন্তানের জননী বিধবা বিবি আয়েশার একমাত্র উপার্জনের অবলম্বন ত্রিশ হাজার টাকার দামের মর্টরটি নিয়ে যায়। মর্টারটি চুরি হওয়ায় বিধবা বিবি আয়েশা এখন দিশেহারা। স্থানীয়দের ধারণা, এলাকার ভাঙ্গারী ব্যবসায়ীরা এঘটনা ঘটাতে পারে।  মিলের মালিক বিধবা আয়েশা জানান, কিছুদিন আগে তার ঘরে থাকা ভাড়াটিয়াদের সাথে টাকার লেনদেন নিয়ে তার কথার কাটাকাটি হয়। চুরি হওয়ার ঘটনার পেছনে সন্দেহের তীর তাদের দিকে। বিধবা আয়েশা আরও জানান, স্বামীর রেখে যাওয়া মিলের মর্টারটি দিয়ে চাল গুঁড়া করে আমি সংসার চালিয়ে আসছি। এখন প্রতিদিনের সংসারের বাজার খরচের টাকা আমাকে কে দেবে ? চুরি হয়ে যাওয়া মটারটি উদ্ধার করে তাকে ফিরে দিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW