মহানগর আ.লীগের কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :  : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৩, ০৪:১৩ এএম

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইনের দলীয় শৃংখলা পরিপন্থি বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মহানগর আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।

শনিবার বেলা এগারোটার দিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইনকে দল থেকে অপসারন করে নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে মহানগর আওয়ামী লীগে দায়িত্ব দেয়ার দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জাহাঙ্গীর হোসাইন সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি যে বক্তব্য দিয়েছেন, তা সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে এমন কথা বলা সংগঠন বিরোধী। তাই তাকে মহানগর আওয়ামী লীগ থেকে দ্রুত অপসারনের দাবি করা হয়। মহানগর অওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম বলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ একজন ডামি প্রার্থী। তার কতিপয় অনুসারীরা এখন নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা আপত্তিকর বক্তব্য দিয়ে পুরো আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে নৌকা প্রতীক দিয়েছেন। এখন সাদিক আব্দুল্লাহ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সরাসরি নৌকার বিরুদ্ধে মাঠে নেমেছেন। তাই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অবিলম্বে মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্তের দাবি করছি।

অনুষ্ঠিত সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিস উদ্দিন শহীদ, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন প্রমুখ। শেষে কমিটি বিলুপ্তের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর নগরীতে শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র ডামি প্রার্থী হওয়া সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্বাচনী প্রচারনায় মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসাইন বরিশাল-৫ (সদর) আসনের নৌকা মার্কার প্রার্থীকে ইঙ্গিত করে বলেছেন, রাতের আঁধারে আরেকজন ফসল কেটে ঘরে তুলতে দেবোনা। কোনো প্রশাসন ব্যবহার করে আপনারা বাক্স ভরবেন সেই সুযোগটি নেই। তাই এই বক্তব্যে গোটা বরিশালজুড়ে ব্যাপক তোলপাড় চলছে। যা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরেছেন চরম বিব্রতকর অবস্থায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW