নাটোরের বড়াইগ্রামে অসুস্থ নানীকে দেখতে এসে পুকুরের পানিতে ডুবে জোয়াই রিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোয়াই রিয়া ঢাকার মিরপুরের বর্দ্ধিত পল্লবী-চার এলাকার সৈয়দ জিয়াউদ্দিন সোহেলের মেয়ে। বনপাড়া আমিনা হাসপাতালের কর্ণধর ডা. আনসারুল হক জানান, তার ভাগ্নি জোয়াই রিয়া দু’দিন আগে অসুস্থ নানীকে দেখতে মায়ের সঙ্গে আমার বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে রিয়া একাই বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে হাসপাতাল সংলগ্ন পুকুরে তার অচেতন দেহ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে কর্তব্যরত চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।