কয়েকদিন আগেই সাকিব আল হাসান ও লিটন দাসকে ছেড়ে দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় কলকাতা নাইট রাইডার্স। এবার ড্রাফটেও নাম নেই বাংলাদেশের এই দুই ক্রিকেটার। তবে বাংলাদেশ থেকে ড্রাফটে নাম দিয়েছেন ছয় ক্রিকেটার। যাদের মধ্যে সবচেয়ে বেশি ২ কোটি ভিত্তিমূল্য পেসার মুস্তাফিজুর রহমানের। যাকে এবার দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে। এ ছাড়া ড্রাফটে নাম দিয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এবারের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। হবে আরব আমিরাতে। এবারই প্রথম ভারতের বাইরে নিলাম আয়োজিত হতে যাচ্ছে। সবমিলিয়ে এবারের আইপিল নিলামে ড্রাফটে নাম দিয়েছেন ১১৬৬ জন ক্রিকেটার। এখান থেকে সবমিলিয়ে ৭৭ জন ক্রিকেটারকে কিনতে পারবে দলগুলো। এর মধ্যে ৩০ জন বিদেশি কোটায়।