জামালপুরের বকশীগঞ্জে ওষুধ মনে করে ভুলবশত বিষপান করার ফলে ছাবিলা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার সকাল ৬ টার দিকে শেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ছাবিলা খাতুন বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন জানান, গালাকাটি গ্রামের ছাবিলা খাতুন দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। শনিবার রাত ৯ টার দিকে নিজ ঘরে পাশাপাশি দুটি বোতল থাকায় ভুলবশত ওষুধের সিরাপ মনে করে বোতলের বিষ খেয়ে ফেলে ছাবিলা খাতুন। ফলে কোনটা ওষুধের সিরাপ আর কোনটা বিষের বোতল সেটা বুঝতে পারেন নি তিনি। কিছুক্ষণ পর বিষের ক্রিয়া শুরু হলে ছাবিলা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ৪ টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬ টার দিকে শেরপুর হাসপাতালেই ছাবিলা খাতুনের মৃত্যু হয়। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন।