জামালপুরেরর সরিষাবাড়িতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে বহিষ্কারের ঘোষনা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নবিবার সকাল ১১ টায় উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় বিক্ষোব মিছিল করে আএয়ামীলীগের নেতাকর্মীরা। মিছিলটি যমুনা সার কারখানার শহীদ মিনার প্রাঙ্গন হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক পথ প্রদক্ষিন করে সার কারখানা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা (১ ডিসেম্বর/২৩) সরিষাবাড়ি আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের বহিষ্কার আদেশ অবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানানা হয়। এ সময় বক্তারা অবিলম্বে বহিষ্কার আদেশ প্রত্যাহার না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে নেতারা হুশিয়ারী দেন। উল্লেখ্য রফিক সরিষাবাড়িতে আওয়ামীলীগের প্রার্থী পরিবর্নের দাবীতে মৌন মিছিল করার অপরাধে তাকে বহিষ্কারেরর ঘোষনা দেয়া হয়।