দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় আহত ৪ গরু ব্যবসায়ী

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :  : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৩, ০৭:২৬ এএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৈপাল শালিমপুর সড়কে গতকাল বিকেলে লাইসেন্স বিহীন স্টিয়ারিং ও আলগামোনের মুখোমুখি সংঘর্ষে ৪ গরু ব্যবসায়ী আহত হয়েছে। আহতরা হচ্ছে ফিলিপনগর আলীনগর গ্রামের সোয়েব মালিথার পুত্র ইউনুছ আলী (৪৫) বাহিরমাদী গ্রামের আওলাদ হোসেনের পুত্র হাবলু (৪০) আরোজ মালিথার পুত্র দুলাল মালিথা (৩৮) ও আমিরুল ইসলামের পুত্র সান্টু (৩৮)। আহতদের দেওলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW