সরাইলে আ.লীগ নেতার ভাই যাদু গ্রেফতার!

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) :  : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৮ এএম : | আপডেট: ৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৯ এএম

নাশকতা ও বিস্ফোরণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগ নেতা শেখ মুন্নার বড় ভাই ইউনিয়ন বিএনপি’র সদস্য শেখ যাদু মিয়াকে (৫৫) গ্রেফতার করেছেন পুলিশ। গত রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার শাহাজাদাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শেখ বাচ্চু মিয়ার ছেলে মুন্না শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগ’র সিনিয়র যুগ্ম সম্পাদক আর তার ছোট ভাই শেখ মোখলেস ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক। পুলিশ জানায়, নাশকতা ও বিস্ফোরণ মামলার আসামী যাদু মিয়া। গত রোববার রাতে শাহজাদাপুর শাহী  দরগাহ মাঠের মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারূকী ওরফে বরূনার পীর। ওই মাহফিলে যাওয়ার পথে গাড়ির গতি রোধ করে খোয়ালিয়ার এলাকায় মুফতি হুজুরের উপর হামলা চালানোর চেষ্টা করে যাদু মিয়া। রাতেই অভিযান চালিয়ে যাদু মিয়াকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যক্তি বলেন, বরূনার হুজুরের চেহারা দেখলেই মন শান্তি হয়ে যায়। আর এমন একটা লোককে যাদু অশ্লিল ভাষায় গালমন্দ করেছে। এরা টাকার গরমে গ্রামে প্রভাব দেখায়। তারা ভাইয়েরা মিলে মিশে আওয়ামী লীগ ও বিএনপি’র পদ দখল করে আছেন। বিএনপি নেতা যাদুকে থানা থেকে ছাড়িয়ে আনতে চেষ্টা করেছেন আওয়ামী লীগ নেতা মুন্না। এরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। মানুষ ভয়ে মুখ খুলেন না। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরণ মামলার আসামী বিএনপি নেতা যাদুকে রোববার রাতে গ্রেফতার করে গতকাল সোমবার আদালতে প্রেরণ করেছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW