দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আলোচিত নৌকা প্রার্থী শাহজাহান ওমর ও তার স্ত্রী মোট৩ কোটি ৮৭ লাখ ৮ হাজার ৮৬৭টাকার মালিক বলে হলফনামা সূত্রে জানা যায়। তবে হলফনামায় তার ও তার পরিবারে নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তির কোন বিবরণ উল্লেখ নেই। মনোনয়ন পত্র ক্রয়ের ১দিন আগেও একটি মামলা থেকে জামিনে আসেন শাহজাহান ওমর। কিন্তু তার নামে মামলার কোন তথ্য দেয় হয়নি হলফনামায়। তার নিজের কোন ইলেকট্রনিক পন্য না থাকলেও স্ত্রীর নামে আছে ১ লাখ ২৫হাজার টাকার পন্য। এরমধ্যে কৃষিজমি, বাড়ি, দোকানও অন্যান্য উৎস্য থেকে বার্ষিক আয় ৩০ লাখ ৫৯ হাজার ১৭০ টাকা। নিজের নামে নগদ টাকা আছে ৬লাখ৬৪ হাজার ৫২৭ টাকা। স্ত্রীর নামে আছে ৩৫ লাখ ১৪ হাজার ৪০০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা করা টাকার পরিমান আছে ৭লাখ৮৩ হাজার ৮৫৭ টাকা এবং স্ত্রীর নামে আছে ৩লাখ৮৭ হাজার ৯১৩ টাকা। এছাড়াও বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র, স্থায়ী আমানত বিনিয়োগ ও এফডিআর এনিজ নামে ১ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা এবং একই খাতে স্ত্রীর নামে আছে ১ কোটি ১লাখ টাকা। তার নিজের নামে যে গাড়ি আছে তার মূল্য ৬০ লাখ ৭০ হাজার টাকা এবং স্ত্রীর নামে গাড়ি মূল্য ১৭ লাখ ৪ হাজার টাকা। এ ছাড়াও তারও স্ত্রী মেহজাবিনের নামে আসবাবাপত্রসহ আরো ১৮ লাখ ৭৫ হাজার টাকা সম্পদ আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তার কোন ঋন নেই। হলফনামা অনুযায়ী শাহজাহান ওমরের চেয়ে তার স্ত্রীর নগদ টাকার পরিমান প্রায় ৫ গুন বেশি। এছাড়াও তিনি ও তার স্ত্রীর নামে স্থায়ী আমানত সমপরিমান বলে হলফনামায় উল্লেখ করেন।