নাটোরের সিংড়া উপজেলার বিলদহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উদ্যোগে ও সিংড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মৎস্যজীবি পাড়ার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে জ্যামিতি বক্স, কলম দানি, পানির পট, টিফিন বক্স সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং এই শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবুল আকতার এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা আবুরুশত মতিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাইফুল ইসলাম, অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌসি বেগম প্রমূখ।