কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :  : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৫ এএম

বিএনপি কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে নাশকতা ও বিস্ফোরক আইনের চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জে দুইটি ও কুলিয়ারচর থানায় দুইটি করে পুলিশ দায়েরকৃত চারটি মামলায় গত ৫ নভেম্বর ডিবি পুলিশের একটি দল আটক করে ঢাকায় নিয়ে যায়। কিশোরগঞ্জে ১নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুর রহমান ও ২নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কিশোর দত্ত এর এজলাশে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। বিচারক আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, আগামীকাল শরীফুল আলমের জামিন আবেদন করা হবে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW