বগুড়ার সারিয়াকান্দিতে ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লাল মুহাম্মদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটি গভর্নিং বডির সিদ্ধান্ত হলেই পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মকর্তারা গভর্নিং বডির ও সিদ্ধান্তকে সায় দিয়েছেন। কলেজ পরিদর্শক এনামুল হক পত্রের মাধ্যমে শিক্ষা দপ্তরে কর্মকর্তাদেরও ওই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। গত ৩ ডিসেম্বর বোর্ড থেকে এক পত্রে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। জানা যায়, ওই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির বিধিবিধান মেনে প্রধান শিক্ষক লাল মুহাম্মদকে সাময়িক বরখাস্ত করে। গত ১৭ অক্টোবর গভর্নিং বডিতে এটি পাশ হয়, পরে স্কুল কমিটি গভর্নিংবডির সিদ্ধান্তটি, শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে জানিয়ে দেওয়া হলে প্রজ্ঞাপন ও বোর্ডের এন্ড এ্যারবিটশন কমিটির সভায় গৃহীত হয়। একই পত্রে সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে বলা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এরপর চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ করা যেতে পারে, লাল মুহাম্মদের বিরুদ্ধে স্কুলের সেশন-রেজিস্ট্রেশন ফি, ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায় স্কুলের গোপন তথ্য বাহিরে পাচার ও নিয়োগ হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতার সঠিক তথ্য গোপন করার অভিযোগে তাকে সাময়িক দরখাস্ত করা হয়েছিল।