আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজনে গতকাল বুধবার (৬ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার প্রতিবন্ধীদের নিয়ে উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্তরে র্যালটি সমাপ্তহয়। র্যালী শেষে উপজেলা চত্তরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম। বক্তারা বলেন, প্রতিবছর ৩ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিয়সংঘের তত্ত্ববধানে। শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি স্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির পালিত হয়ে আসছে। তারা আরো বলেন, প্রতিবন্ধীরা আজ দেশের বোঝানয়। তার জলন্ত দিষ্টান্ত আগৈলঝাড়ার বদিউল আলম। তার দুটিচোখেই দেখতে পায়না। তিনি উচ্চশিক্ষায় নিয়ে নিজে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। যার নির্বাহী পরিচালক বদিউল আলম। তিনি আজ প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য কাজ করে চলছেন। তার মাধ্যমে প্রতিবন্ধীরা আজ ঘরে বসে সেলাইয়ের কাজসহ বিভিন্ন হাতের কাজ করে স্বাবলম্বী হয়েছে। অনেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকুরি করছে। আমারা সমাজের প্রতিবন্ধীদের জন্য হাত বাড়িয়েদিবো। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ, উপজেলা ভাইস চেয়াম্যান মো.রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা, সাংবাদিক এসএম ওমর আলী সানি প্রমূখ।