বরগুনা-১ আসন (সদর, আমতলী ও তালতলী) থেকে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ ইউনুস সোহাগ বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার (৬ ডিসেম্বর) রাতে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে তিনি এ মতবিনিময় সভা করেন। আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সোনালী আঁশ (পাট) প্রতীকে মোঃ ইউনুস সোহাগ বলেন- জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে না আসায় তৃণমূল বিএনপি থেকে এ নির্বাচন করছি। তিনি নির্বাচনে জয়লাভ করলে বরগুনার জন্য কি করবেন, এমন প্রশ্নের জবাবে ইউনুস সোহাগ বলেন- বরগুনার চলমান উন্নয়ন কাজকে আরও গতিশীল করা সহ বরগুনাকে একটি উন্নয়নশীল জেলা হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার, তা সবকিছুই করব। উল্লেখ্য, মোঃ ইউনুস সোহাগ বরগুনা থেকে প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে ভিপি নির্বাচন করেছিলেন। তিনি বরগুনার জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী দল বিএনপির সাথে কাজ করেছেন। বর্তমানে ইউনুস সোহাগ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। বরগুনা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. গোলাম মোস্তফা কাদের'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, চিত্ত রঞ্জন শীল সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান সহ বরগুনা প্রেসক্লাবের সদস্য ও সহযোগী সদস্য উপস্থিত ছিলেন।