প্রতিবন্ধী ও সাইকিয়াট্রি এবং এস প্রোলেকটিন রোগে আক্রান্ত মুহাঃ ফজলে রাব্বী নাদেরী। প্রতিবন্ধীত্ব ও রোগে আক্রান্ত ছেলেকে নিয়ে বিপাকে লাকসামের এক পরিবার। লাকসাম পৌর শহরের গাজীমুড়া গ্রামে জন্মগ্রহনকারী মহান আল্লাহর দেওয়া নেয়ামত একমাত্র প্রতিবন্ধী ছেলেটা ২০০১ সালের ২৮এপ্রিল রাতে জন্মের পর টাইফয়েট জ্বর ও খিচুনী জ্বরে ১২ বছর পর্যন্ত আক্রান্ত থাকে। জানা যায় পরে ছেলেটা সেরিব্রাল পালসি সিপি রোগ এবং ২০১৭ সালে সাইকিয়াট্রি রোগে আক্রান্ত হয়। টাইফয়েট ও খিচুনী জ্বর,সিপি রোগ এবং সাইকিয়াট্রি রোগে তার মাথা এলোমেলো সহ তার শরীরে বিভিন্ন সমস্যা ও প্যারালাইজড (প্রতিবন্ধী) হয়। বর্তমানে প্রতিবন্ধী এই ছেলের মাথার ভিতর পিটুইটারী গ্লান্ডে এস প্রোলেকটিন (ঝ-চৎড়ষধপঃরহ) রোগ সৃষ্টি হয়। ব্লাড টেস্ট পরীক্ষায় প্রতিবন্ধী ছেলেটার ব্রেইন পিটুইটারী গ্লান্ডে প্রোলেকটিন এর পরিমান মাত্রা- ৮৭.৩৮ পাওয়া যায়। যাহা অত্যন্ত বেশি ও ঝুকিপূর্ণ। যাহার কারণে প্রতিবন্ধী এই ছেলের ব্রেইন ক্ষতিগ্রস্ত ও ঝুকিপূর্ণ দেখা দিয়েছে। এ কারণে প্রতিবন্ধী ছেলেটির জীবন হুমকির মুখে পড়েছে। তাহার জীবন বাঁচাতে চিকিৎসা চলমান এবং উন্নত চিকিৎসারও প্রয়োজন। ছেলেটার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন। ছেলেকে বাঁচাতে সমাজের দরদী মানুষ, দানবীর মানুষ ও উদার মনের মানুষরা এগিয়ে আসুন। প্রতিবন্ধী ছেলের পরিবার জানায় ২০০১ সাল হতে বিভিন্ন ধরনের ঔষধ খাওয়ায় ঔষধ রিয়েকশন এবং প্রচুর হাই এন্টিবায়োটিক সেবন করতে হয়। গত ১৬ নভেম্বর কুমিল্লা ঝাউতলা নাভানা হসপিটাল প্রাঃ লিঃ রুম নং ১২৭ দ্বিতীয় তলায় এবং ২৭ নভেম্বর কুমিল্লা টাওয়ার হসপিটাল রুম নং ৪৫৯ নতুন ভবন ৪র্থ তলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট এর বিশিষ্ট নিউরো-সাইকিয়াট্রি, ব্রেইন, মাইন্ড সাইকো থেরাপী বিশেষজ্ঞ ডাঃ মোঃ বেলায়েত হোসেন ভূইয়া এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ) বিসিএস স্বাস্থ্য, এমডি সাইকিয়াট্রি বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল ইউনিভার্সিটি ঢাকা প্রতিবন্ধী ছেলেকে দেখানো হয়। তিনি চিকিৎসা ব্যবস্থাপত্র ও বিভিন্ন ব্লাড টেস্ট প্রদান করেন। পরীক্ষায় প্রতিবন্ধী এই ছেলের মাথার ভিতর পিটুইটারী গ্লান্ডে এস প্রোলেকটিন (ঝ-চৎড়ষধপঃরহ) রোগ সৃষ্টি হয়। এর আগে কুমিল্লা মেডিকেল কলেজ সাইকিয়াট্রি বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মোঃ শাহেদুল ইসলাম কুমিল্লা টাওয়ার হসপিটাল রুম নং ৩২৬ তৃতীয় তলা চিকিৎসা দেন। এছাড়া সেন্টার ফর দি রিহেবিলেটেশন অব দি প্যারালাইজড সিআরপি ইউএসএ সাভার ঢাকা এবং মনোহরগঞ্জ উপজেলা সদরে স্থাপিত প্রতিবন্ধী সেন্টারে চিকিৎসা চলমান। প্রতিবন্ধী ছেলেটাকে দোয়া করুন এবং সাহায্যে এগিয়ে আসুন। ইসলামী ব্যাংক লাকসাম শাখা- একাউন্ট নং ৩৮৫০৩ লাকসাম, কুমিল্লা । এবং বিকাশ ও নগদ নাম্বার- ০১৭২০-৫৪৯৮১৯ ইচ্ছা থাকলে দিতে পারেন।