শাহবাগে যাত্রীবেশে বাসে উঠে আগুন

এফএনএস: : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৩, ০২:৫৩ এএম

রাজধানীর শাহবাগে যাত্রীবেশে বাসে উঠে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজীব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাসের চালকের বরাত দিয়ে মো. রাজীব বলেন, ‘তরঙ্গ পরিবহনের বাসটিতে কাঁটাবন থেকে কয়েকজন যাত্রী ওঠেন। এরপর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে বাসে আগুন দিয়ে তারা নেমে পালিয়ে যায়।’

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW