জামালপুরের সরিষাবাড়িতে ইউনিয়ন পর্যায়ে স্মার্ট বাংলাদেশ বাস্বায়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্দুবর) দুপুর ২ টায় উপজেলার ১ নং সাতপোয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্কমর্তা শারমিন আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চর জামিরা নবাব আলী দাখিল মাদ্রাসার সুপার ইদ্রিছ আলী, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন চান, সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান ইউপি মো. শাহজাহান আলী প্রমুখ। ইউপি সদস্য জহুরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন মিক্ষা প্রতিষ্ঠােনের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজনসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।