ঝালকাঠির নলছিটির দপদপিয়া জিরো পযেন্ট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই জন পুরুষ, একজন মহিলা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেল ৫ টায় বরিশাল থেকে পটুয়াখালীগামী বেপারী পরিবহনের সাথে বরিশালগামী একটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্রের ভিতরে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। বরিশাল শেবাচিমে নেয়ার পথে গুরুতর আহত অপর মহিলা যাত্রীও পথিমধ্যে মারা যান। নিহতদের সকলের পরিচয় পাওয়া যায়নি। নলছিটি থাার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী জানান, নিহতের মধে শুধু বেলাল নামে একজনের পরিচয় পাওয়া গেছে। আমরা দুইজনের মৃত্যু নিশ্চিত হয়েছি। শুনেছি পথিমধে আরো একজন মারা গেছে। নিহতদের লাশ ময়না তদন্ত শেষে তাদের পরিবারের নিকট হস্থান্তর করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।