আশাশুনি উপজেলার বুধহাটায় বিনামূল্যে উফশী ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বুধহাটা উত্তর পাড়ায় ৩০ জন চাষীদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। বুধহাটা ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে রবি/২০২৩—২৪ মৌসুমে প্রনোদনার আওতায় প্রত্যেক চাষীদের মাঝে ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রফেসর মাহবুবুল হক ডাবলু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজহারুল ইসলাম, যুবলীগের সভাপতি ইদ্রিস আলি, মৎস্যজীবিলীগের সভাপতি হাফিজুল ইসলাম, নজরুল ইসলাম, ছবেদ হাজী প্রমুখ উপস্থিত ছিলেন।