আশাশুনি উপজেলার বুধহাটা মটর সাইকেল শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় ৫ জন বিজয়ী হয়েছেন।বৃহস্পতিবার বেলা ১১ টায় বুধহাটা করিম সুপার মার্কেটে মটর সাইকেল গ্যারেজে অস্থায়ী কার্যালয়ে ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনার বুধহাটা ইউপি সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। বিজয়ীরা হলেন সভাপতি শহিদুল ইসলাম, সহ সভাপতি মহিদুল ইসলাম (বড়), সাধারণ সম্পাদক মোক্তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হাসান, কোষাধ্যক্ষ জাহিদ হাসান মিঠু। এসময় বুধহাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদ্রিস আলি, কৃষক লীগের সভাপতি আজহারুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সদস্য জ্বলেমিন হোসেন, জামিরুল ইসলাম, বাজার কমিটির সদস্য মিলনসহ মটর সাইকেল গ্যারেজের ৫৫ জন সদস্য উপস্থিত ছিলেন।