জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয়ের সঙ্গে গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার এই আলোচনায় গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। আলোচনায় হোয়াইট হাউজ বলেছে, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলেছেন বাইডেন ও আব্দুল্লাহ। তাছাড় আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। মার্কিন নেটওয়ার্ক এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এর আগে বলেছিলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যেকোনো পরিকল্পনার তীব্র বিরোধিতা করবে জর্ডান। সাফাদি আরও বলেন, জর্ডান বা মিসর কেউই ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতকে মেনে নিবে না।