রাজশাহীর বাঘায় উজ্জল হোসেন (৩৫) নামের এক যুবক হার্টস্টোকে মৃত্যু হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। বাঘায় এসএমসি ঔষধ কোম্পানীর কর্মরত কর্মী উজ্জল হোসেন বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তার স্ত্রী ও তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এ বিষয়ে উজ্জল হোসেনের ভাই আরিফুল ইসলাম বলেন, বাঘা উপজেলার দীঘায় তার মোটরসাইকেল রেখে ভ্যান নিয়ে আড়ানী এলাকায় যাচ্ছিল। সে কটার মোড় এলাকায় পৌঁছলে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (২৪) নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে জানাজা শেষে দাফন করা হয়েছে।