আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এর আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও গতকাল ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল ১০.৩০ টায় নগরের শাপলা চত্ত্বর হতে একটি র্যালি গ্রান্ড হোটেল মোড় প্রদক্ষিন করে শাপলা চত্ত্বর বট তলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে মহানগরের সভাপতি মাহবুবার রহমান বেলালের সভাপতিত্বে বক্তব্য দেন বিভাগীয় সভাপতি আবু মুসা তুষার, সংগঠনের দপ্তর সম্পাদক উত্তম কুমার, আইন বিষয়ক সম্পাদক তুর্য্য শুভ্র, মহানগর শাখার সিনিয়ার সহ সভাপতি হারুনুর রশিদ, বিভাগীয় শাখার অর্থ সম্পাদক মেহেদী হাসান, । এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক,গোলাম মোস্তফা, সংগঠনের বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ঈশা খা আপেল, প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সুমন, প্রমুখ। বক্তারা বলেন অসহায় দরিদ্র নিপিড়ীত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষে মানবাধিকার সংগঠন বদ্ধ পরিকর। এছাড়া ফিলিস্তিনে যে চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তার তিব্র নিন্দা ও দেশে আসন্ন নির্বাচনে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের আহব্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার প্রচার সম্পাদক আহনাফ তাহমিদ আবিদ।