বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় থালা-বাটি উপহার দেওয়ার প্রচলন চলে আসছে যুগ যুগ ধরে। এবার সেই প্রচলনের পরিবর্তে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে বই। ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি করা হয়েছে জেলার গৌরনদী উপজেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে। দুই দিনব্যাপী প্রতিযোগিতার শেষদিন বুধবার বিকেলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কারের বই তুলে দিয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা খান মোহাম্মদ মনিরুজ্জামান, মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরিফুল কামাল, সাবেক অধ্যক্ষ ফিরোজ ফোরকান, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, সমাজসেবক লোকমান হোসেন আকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারী।