দেবহাটার পারুলিয়াস্থ স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী, ২৪ ইং দেবহাটার রুপসী ম্যানগ্রোভে এই বনভোজন অনুষ্ঠিত হয়। সকাল থেকে রুপসী ম্যানগ্রোভকে বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ বিভিন্ন রং বেরংয়ের পতাকা দিয়ে সাজানো হয়। ফেয়ার মিশনের সদস্যদের সমন্বয়ে বিভিন্ন খেলাধুলার পরে দুপুর ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেয়ার মিশনের পরিচালক আবদুল কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এড, গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ¦ রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, সমাজসেবক আবু হাসান, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, সাংবাদিক কে এম রেজাউল করিম, ফেয়ার মিশনের অন্যতম সদস্য মজনুর রহমান, ফেয়ার মিশনের সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা ফেয়ার মিশনকে একটি মানবিক সংগঠন উল্লেখ করে মাদক বিরোধী সাইকেল রেলি, ২ শতের অধিক গভির নলকূপ স্থাপন, কম্বল বিতরন করাসহ বিভিন্ন সামাজিক কাজের বর্ননা দিয়ে এই সংগঠনকে শক্তিশালী করতে ও নানামুখী উন্নয়ন কাজ চলমান রাখতে সকল প্রকারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।