এক বছরের মধ্যে দুবার চাকরি হারালেন জেন্নারো গাত্তুসো। ভালেন্সিয়া থেকে অল্প সময়ে বিদায় নেওয়ার পর মার্সেইতেও টিকতে পারলেন না এই ইটালিয়ান কোচ। ইতালির বিশ্বকাপ জয়ী সাবেক মিডফিল্ডার গাত্তুসোকে চাকরিচ্যুত করার ঘোষণা মঙ্গলবার দিয়েছে মার্সেই। স্প্যানিশ ক্লাব ভালেন্সিয়ার ডাগআউটেও সময়টা খুব খারাপ কাটে গাত্তুসোর। দলের বাজে পারফরম্যান্সের কারণে সাত মাস পর ‘পারস্পরিক সমঝোতায়’ সরে দাঁড়ান তিনি। এরপর গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব নেন ফরাসি ক্লাবটিতে। এখানেও একই কারণে টিকতে পারলেন না ৪৬ বছর বয়সী কোচ। লিগ আঁর পয়েন্ট টেবিলে বর্তমানে নবম স্থানে থাকা মার্সেই সবশেষ পাঁচ লিগ ম্যাচের একটিও জিততে পারেনি। যার দুটিতে তারা হেরেছে, ড্র করেছে বাকি তিনটি। টানা এমন বিবর্ণ পারফরম্যান্সে পর গাত্তুসোকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল ক্লাবটি। মার্সেইয়ে পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ফ্রান্সের জ্যঁ-লুই গেস্সে। গত মাসে কোত দি ভোয়ার প্রধান কোচের দায়িত্ব হারান তিনি। চলতি মাসের শুরুতে পর্দা নামা আফ্রিকান কাপ অব নেশন্সের গ্রুপ পর্বে কোত দি ভোয়ার বাজে পারফরম্যান্সের জন্য ছাঁটাই করা হয় গেস্সেকে। শেষ পর্যন্ত অবশ্য নাইজেরিয়াকে হারিয়ে আফ্রিকার সেরার মুকুট জেতে কোত দি ভোয়া।