দিনাজপুরের হিলিতে ট্রাকের ধাঁক্কায় আবির হোসেন জয় (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১ টার দিকে হিলি-বিরামপুর সড়কের মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের অদূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবির হোসেন উপজেলার সাতকুড়ি গ্রামের মুহেবুব খানের ছেলে ও হিলি বাজারের একটি ওষুধ ফার্মেসীতে কাজ করতেন জয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আবির হোসেন শালিকাকে নিয়ে মোটরসাইকেল যোগে বোয়ালদাড় গ্রামে শালিকাকে নেমে দেওয়ার জন্য যায়। শালিকাকে নেমে দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে হিলি-বিরামপুর সড়কের মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের অদূরে পৌছিলে বিরামপুর থেকে ছেড়ে আসা হিলি অভিমুখে একটি ট্রাক তাকে ধাঁক্কা দেয়। এতে সে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। হাকিমপুর থানা ওসি দুলাল হোসেন জানান, ঘাটক ট্রাকটি পালিয়ে গেছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের পূর্বক ট্রাকটি সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।