র্যাবের যৌথ অভিযানে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সার্ভেয়ার আবদুল মালেক হত্যা মামলার প্রধান আসামি আজিজুল হক (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। আজিজুল হক উপজেলার পূর্ব কুমারপুর গ্রামের আইজ উদ্দিনের ছেলে। বুধবার গভীর রাতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ও র্যাব-১১ নরসিংদীর যৌথ অভিযানে পাশ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলা সদরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাকুন্দিয়া থানায় সোপর্দ করে র্যাব। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া আজিজুল হককে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আজিজুল হকদের সঙ্গে আবদুল মালেকের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত ৪ ফেব্রুয়ারি সকালে বিরোধ মিমাংসার জন্য এলাকায় একটি বৈঠক বসে। বৈঠকে কোন আপস মিমাংসা হয়নি। পরে বাড়িতে ফেরার পথে আবদুল মালেককে কুপিয়ে হত্যা করে আজিজুল হক ও তার সহযোগিরা। ঘটনার একদিন পর নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদি হয়ে পাকুন্দিয়া থানায় আজিজুল হকসহ ১৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।