সংগঠন বিরোধী কাজের অভিযোগে জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার ও শিকারপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বাবুল শরীফকে নিজ নিজ সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কৃষক লীগের সভাপতি মোজ্জাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক আবদুস সালাম এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক আল-আমিন সরদারের স্বাক্ষরিত একটি প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এছাড়াও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী দুই নেতাকে সংগঠন থেকে বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বহিস্কৃত দুই নেতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভিন্নদলের এক স্বম্ভ্রাব্য প্রার্থীর পক্ষে মাঠপর্যায়ে কাজ করার জন্য সংগঠন থেকে তাদের বহিস্কার করা হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সদ্য বহিস্কৃত ওই দুই নেতা।