ভোলার দৌলতখানে কিশোর গ্যাংয়ের হাতে খুন হওয়া রাব্বি হত্যার বিচার চেয়ে দৌলতখান শহরে শনিবার বিকালে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ কারীরা প্রশাসনের কাছে প্রকৃত আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন। এলাকাবাসীর জিজ্ঞেসা রাব্বি হত্যার দায় নিবে কে? নাম না জানাতে ইচ্ছুক এলাকাবাসী জানায়, রহস্য জনক কারণে হয়ত মূল আসামিরা পার পেয়ে যাবে। ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে হুকুম দাতার সংশ্লিষ্টতা? এমন গুঞ্জন চলছে শনিবার দৌলতখানের সাধারণ মানুষের মধ্যে। গত দূই দিন ধরে হত্যার সাথে সংশ্লিষ্ট যাদের নাম প্রত্যক্ষদর্শী রাব্বির ছোট ভাই রাজীব ও স্থানীয়দের থেকে জানা গেছে মামলার এজাহারে তাদের নাম নেই এমনটাই জানিয়েছে পুলিশ। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্য রঞ্জন খাসকেল জানান, রাব্বি হত্যার মামলাটি থানায় প্রক্রিয়াধীন রয়েছে। মামলার বিষয় রাব্বির অসহায় বাবার কাছে জানতে চাইলে শোকে কাতর জামাল মাঝি ভাঙ্গা গলায় কিছুই বলতে পারেন নি সাংবাদিকদের। এদিকে রাব্বিকে হারিয়ে তার পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয়দের দাবি ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদের যেন আইনের আওতায় আনা হয়। নিরিহ অসহায়রা যেন হয়রানির শিকার না হন। এদিকে শনিবার ময়নাতদন্ত শেষে রাব্বির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।