কালীগঞ্জের দেওপাড়া এলাকায় রেল লাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল রেল সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওপাড়া এলাকায় আড়িখোলা থেকে ঘোড়াশাল গামী রেল লাইনের পাশে রোববার সকালে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। নিহতের বয়স আনুমানিক ৩৮ বছর। নিহতের পরনে ছিল চেক লুঙ্গি ও কমলা রঙের শার্ট।
সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. আবু হানিফ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।