আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেথে দাকোপে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেনের দাকোপ ও বাজুয়া ইউানয়নের বিভিন্ন নির্বাচনী গনসংযোগ, পথসভা করে ভোটারদের সমর্থন এবং দোয়া ও আশিবার্দ কামনা করেছেন। আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ¦ শেখ আবুল হোসেন তিনি গত ২৫ ফেব্রুয়ারী রোববার দাকোপ ইউনিয়নের পোদ্দারগঞ্জ বাজারে গনসংযোগ এবং বাজুয়া ইউনিয়নের কচাঁ গ্রামে ইয়াং স্টার যুবসংঘের কার্যালয়ে সংঘের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করে সকলের আশিবার্দ, দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় বিভিন্ন স্থানের পথসভা সহ সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাজুয়া ইউপি আ.লীগ সভাপতি অপরাজিত মন্ডল অপু, দাকোপ ইউপি আ.লীগ সভাপতি অধ্যাপক রমেন্দ্র নাথ রায় (সুপদ), বাজুয়া ইউপি আ.লীগ সাধারণ সম্পাদক মীর্জা সাইফুল ইসলাম টুটুল, পানখালী ইউপি আ.লীগ সাধারণ সম্পাদক জ্যোতিশংকর রায়, উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, নিমাই চাঁদ দাস, বিধান চন্দ্র বিশ^াস, গৌতম সরকার কাঁকন, রতন কুমার মন্ডল, চয়ন রায়, অশোক মন্ডল, গৌরপদ বালা, বিধান মন্ডল, পরিতোষ মন্ডল, দ্বীনবন্ধু মন্ডল, বিশ^জিত সরকার, আমীর আলী শেখ, বিপ্লব মন্ডল, নিতাই মন্ডল, গৌরপদ হালদার, পিযুষ মন্ডল, শান্তিলতা মন্ডল, প্রশান্ত মন্ডল, অনুপম আদিত্য সরকার, গোবিন্দ থানদার, প্রশান্ত গাইন প্রমুখ।