কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেন কলকাতার হার্টথ্রব অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সে অধ্যায় এখন অতীত হয়ে গেছে। জানা গেছে, অনুপম রায়ের জীবনে নতুন সঙ্গী আসতে চলেছে। গত বছরের নভেম্বরে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তারপর এই দম্পতি সোশাল মিডিয়ায় ব্যাপক কটাক্ষের শিকার হয়েছিলেন। তবে আর দেরি না করে নতুন খবর দিচ্ছেন অনুপম। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, আবার বিয়ে করতে যাচ্ছেন অনুপম রায়। বিয়ের দিন তারিখ মোটামুটি ঠিকঠাক। জানা গেছে, আগামী শনিবার সাত পাকে বাঁধা পড়বেন সঙ্গীত পরিচালক। পাত্রীর নাম প্রস্মিতা পাল। তিনিও সঙ্গীতশিল্পী। ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। শোনা যায়, একই কলেজে পড়ার সুবাদে দু’জনের পরিচয়। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে। বিয়ের ৬ বছর পেরিয়ে গেলে বিচ্ছেদের ঘোষণা দেন পিয়া ও অনুপম। গত বছরের নভেম্বরে আচমকাই টালিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুপমের প্রাক্তন পিয়ার বিয়ের খবর শোনা যায়। এতে আবার পরমব্রতকে ‘বউ চোর’ বলেও কটাক্ষ করা হয়। তবে এসব থেকে নিজেকে দূরেই রেখেছিলেন অনুপম। এবার তার নতুন সংসার পাতার খবরে সরগরম টালিপাড়া।