টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে।। বুধবার বিকালে দেলদুয়ার - টাঙ্গাইল সড়কের জাঙ্গালিয়া নামক স্থানে যাত্রীবাহি একটি অটোরিক্সা উল্টে গিয়ে পাচ জন যাত্রী মারাত্বক আহত হয। আহতরা হলেন লেবু মিয়া গ্রাম কামান্না, কবির মিয়া গ্রাম চিনাখোলা, ফরিদ মিয়া চিনাখোলা, হাসেন চিনাখোলা , আরিফ পিতা মৃত মজিবর মিয়া গ্রাম চিনাখোলা উপজেলা দেলদুয়ার।আহতদের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক দেওয়া হয় এবং আহত আরিফ মিয়ার অবস্থার অবনতি হলে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে রেফার করে।পরে সেখানে আরিফ( ৪২) মারা যায়।