দারউইন নুনেসের শেষ সময়ের গোলের আরেকটি মস্ত ভুলের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে রেফারি পল টিয়েরনি। যোগ করা সময়ে একজনের চোটে খেলা বন্ধ থাকার পর ভুল দলকে বল দিয়েছিলেন তিনি। নুনেসের গোলে এই সিদ্ধান্তের সরাসরি ভূমিকা না থাকলেও ম্যাচের অন্তিম সময়ে সেটা বড় প্রভাব ফেলেছিল বলে মনে করেন অ্যালান শিয়েরার। নটিংহ্যাম ফরেস্টের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ ব্যবধানে জেতে লিভারপুল। খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন নুনেস। ইব্রাহিম কোনাতে মাথায় চোট পাওয়ায় খেলা বন্ধ করেন রেফারি। সে সময় বল ছিল নটিংহ্যামের দখলে। খেলা শুরুর পর টিয়েরনি বল দেন লিভারপুল গোলরক্ষক কুইভেন কেলাহারকে। এর ১১০ সেকেন্ডের মাথায় জালের দেখা পান নুনেস। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড- আইএফএবির নিয়মানুযায়ী, রেফারির বল দেওয়া উচিত ছিল নটিংহ্যামকে। ম্যাচ শেষে রেফারিকে ঘিরে ধরেন ক্ষুব্ধ স্বাগতিক খেলোয়াড়রা। পরে ক্ষোভ প্রকাশ করে লাল কার্ড দেখেন কোচ স্টিভেন রিড। ইংলিশ গ্রেট শিয়েরার ভুলের জন্য কাঠগড়ায় তুলছেন রেফারিকেই। “তিনি সম্পূর্ণ ভুল কাজ করেছেন। বাঁশি বাজানোর (খেলা থামানোর) সময় বল ছিল হাডসন-ওডোইয়ের পায়ে। পরে রেফারি কোনো ধরনের চ্যালেঞ্জ ছাড়াই বল দেন (লিভারপুল) গোলরক্ষককে, যা পুরোপুরি ভুল।” “যেখানে ছিল সেই উইংয়েই বল ফরেস্টে পায়ে থাকা উচিত ছিল। (এরপর গোল হওয়ার আগে) আমরা সময়টা পেয়েছি- নির্দিষ্ট করে ১ মিনিট ৫০ সেকেন্ড। যদি বল যেখানে নটিংহ্যামের পাওয়ার কথা ছিল সেখানে দেওয়া হতো তাহলে সব বদলে যেত।”