তেঁতুলিয়া উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ যৌথভাবে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নানারকম কর্মসূচির আয়োজন করে। দিবসের শুরুত্বে তেঁতুলিয়া মডেল থানা চত্বরে ৩১ বার তপ্পধনির পর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বির নেতৃত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, সহকারি কমিশনার ভূমি মো. মাহবুবুল হাসান ও তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় প্রশাসনের পক্ষে প্রথমে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল সহ দলীয় নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর অন্যান্য রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গরা পুষ্পমাল্য অর্পণ করে। শেষে শহীদের জন্য নিরবতা পালন করে বিশেষ মুনাজাত করা হয়। সকাল সাড়ে ৮ টায় দলীয়ভাবে জাতীয় পতাকা উত্তোলণ, বীরমুক্তিযোদ্ধাদের সংর্বধনা, ছাত্র-ছাত্রীদের কুজকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।