ঈদ উপলক্ষে প্রকাশিত নতুন গান ‘বিড়ি’তে প্রথমবারের মতো দেখা গেল চিত্রনায়ক জায়েদ খানকে। কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীত পরিচালনায় গানটির মিউজিক ভিডিও বুধবার টিএম রেকর্ডস’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। সেখানেই কোমর দোলাতে দেখা গেছে এই নায়ককে। ‘কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুইঝা টানে, কেউ না বুইঝা টানে, টানতে টানতে টানতে সব শেষ হইয়া যায়, বিড়ি খাইলে হয় ক্যানসার, সব প্রশ্নের থাকে না আনসার’-এমন কথার গানটিতে কন্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ। এই কন্ঠশিল্পী বলেন, ভীষণ আনন্দিত আমি। এরকম সহজ কিন্তু অর্থবহ গান নিজের কণ্ঠে ধারণ করতে পারা যে কোনো শিল্পীর জন্য সৌভাগ্যের। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, এই প্রথম মিউজিক ভিডিওতে কাজ করলাম। অন্যরকম এক ভালো লাগার অনুভূতি হলো। আসলে গানটিতে কাজ করার মূল কারণ হলো তাপস ভাই। নির্মাতা হিসেবেও একবারও মনে হয়নি তিনি অনেকদিন পর ক্যামেরার পেছনে বসলেন। সবমিলিয়ে সবার কাছ থেকে তিনি সেরাটি বের করে নিয়েছেন। আমার পারফরমেন্স নিয়ে আমি আত্মবিশ্বাসী। আশা করি দর্শকের ভালো লাগবে। উল্লেখ্য, জনপ্রিয় অনেক মিউজিক ভিডিওর নির্মাতা তাপস ১৬ বছর পর নির্মাণে ফিরলেন এই গান দিয়ে।