নওগাঁর পত্নীতলায় শনিবার বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে স্থানীয় কবি সাহিত্যিক রচিত সাতটি বইয়ের মোড়ক উম্মেচন ও গুণিজন সম্মাননা প্রদান করা হয়েছে। উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত মোড়ক উম্মেচন ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে লেখক ও গবেষক ড. মোহাম্মদ আইয়ুব আলীর ড. আবুল হায়াত ইসমাইল জীবণ ও সাহিত্য কর্ম, কবি ও কথাসাহিত্যিক আবু হেনা মোস্তফা কামাল এর প্রবন্ধ বিরেশ্বর শেখ মুজিব ও কাব্যগ্রন্থ চৌপঙক্তি-লেখক আ, হ,ম আসাদু-জ্জামান এর গল্পগ্রন্থ বিবর্ণ প্রহর এবং কবি ও কথাসাহিত্যিক আহম্মদ হোসেন বাবু’র কাব্যগ্রন্থ মায়ের মায়া তোমার ছায়া, দোঁহা ও গল্পগ্রন্থ কবি ছিলেন আমার মা-বাবা বইয়ের মোড়ক উম্মেচন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত গুণিজনরা হলেন রাজনীতি ও সমাজ সেবায় পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, এম,পি, কবি ও শিক্ষাবিদ হিসাবে কবিকুঞ্জ রাজশাহীর উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক জুলফিকার মতিন, কবি ও সংগঠক হিসেবে রাজশাহী মহানগর বঙ্গবন্ধু পরিষদ ও কবিকুঞ্জ রাজশাহীর সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার এবং কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ হিসেবে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি ও সাবেক অধ্যক্ষ ড. আবুল হায়াত ইসমাইল।
মোড়ক উম্মেচন ও গুণিজন সম্মাননা উপলক্ষ্যে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি ড. আবুল হায়াত ইসমাইল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট-পত্নীতলা আসনের সংষদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল গাফফার, বদলগাছী মহাদেবপুর আসনের সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক চৌধুরী প্রমুখ।