নওগাঁর ধামইরহাটে ঈদের নামাজ আদায় করেছেন দুই ফিলিস্তিনি শিক্ষার্থী। ১১ এপ্রিল উপজেলার আলমপুর ইউনিয়নে চকসুবল ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ফিলিস্তিনের গাজার বাসিন্দা মো. জিহাদ ও ওসামা আলী।
স্থানীয় মহির উদ্দিনের ছেলে ও সহপাঠি শিহাব হোসেন জানান, ওই দুই ফিলিস্তিনি শিক্ষার্থী ঢাকা ডেন্টাল কলেজের ফরেনার শিক্ষার্থী, তারা স্কলারশীপের মাধ্যমে মেধার ভিত্তিতে বাংলাদেশে এডমিশন নেয়, ঈদে বাড়ী আসলে তারাও আমার সাথে ঈদ করতে ইচ্ছাপোষন করলে পরিবার ও দেশ হারা এই দুই মুসলিমকে আমার বাড়ীতে নিয়ে আসি।
স্থানীয় উপজেলা প্রেস ক্লাবের কয়েকজন সাংবাদিক বিষয়টি জানতে পেরে তাদের সাথে স্বাক্ষাত ও তাদের করুন পরিস্থিতি শুনে থানা মসজিদের ইমাম আশরাফুল আলম, সাইফুল ইসলাম ও টিএন্ডটি মসজিদের ইমাম আবদুর রউফ এর সহযোগিতায় ১৩ মার্চ সকাল ১০ টায় সম্মিলিত ভাবে প্রায় ৭০ হাজার টাকা সংগ্রহ করে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী’র মাধ্যমে তাদেরকে সহযোগিতা প্রদান করা হয়। প্রায় ৬ ফিট লম্বা ফিলিস্তিনের দুই শিক্ষার্থীকে একনজর দেখতে উপজেলা পাবলিক লাইব্রেরীতে ভিড় জমায় ধর্মপ্রান মুসল্লিরা। ১৪ এপ্রিল তারা ঢাকা ডেন্টাল কলেজে ফিরে যান বলে জানা গেছে।