চট্টগ্রামের চন্দনাইশে হাতীর পৃথক আক্রমনে জাকির হোসেন (৬২) নামের এক কৃষকের মৃত্যু এবং সালাউদ্দিন (৩২) নামের এক ব্যক্তি গুরুত্ব আহত হয়েছে। গতকাল ১৫ এপ্রিল সোমবার সকাল পৌনে ৭টার সময় উপজেলার বরমা ইউনিয়নের শেভন্দী ও মধ্যম বাইনজুরি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর বেলা কোথা থেকে আসা ২টি হাতী সকালে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড শেভন্দী বটতল নামক স্থানে কামাল উদ্দিনের ছেলে সালাউদ্দিন (৩২) কে শুড় দিয়ে আঘাত করে। গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতী ২টি ঐ এলাকা হতে পশ্চিম দিকে অথাৎ মধ্যম বাইনজুরি হয়ে আনোয়ারার দিকে পালিয়ে যাওয়ার সময় ঈশা ডাক্তারের বাড়ির মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের ছেলে কৃষক জাকির হোসেন(৬২)কে পিছন হতে হাতির শুড় দিয়ে আঘাত করে পায়ে চাপা দেয়। এতে ঘটনাস্থানে মারা যায়। কৃষক জাকির হোসেন ৫ মেয়ে ও ৩ ছেলের জনক ঘটনার সময় সে খেত হতে ফেলন বা ফেনু তোলছিল বলে জানা গেছে। ইউপি চেয়ারম্যান খোরশেদুল আলম টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।