কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কয়রার কৃতী সন্তান মোঃ আঃ হাকিম। সোমবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আঃ হাকিম। এ সময় তিনি কয়রার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের উপর পরামর্শকমুলক আলোচনা রাখেন। মতবিনিময় সভায় তিনি কয়রার উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনা এতে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ¦ সদর উদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক শেখ হারুন অর রশিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাড. মেহেদী হাসান, সাংবাদিক শরিফুল আলম, শহিদুল্যাহ শাহিন, মোঃ কামাল হোসেন, জিএম নজরুল ইসলাম, আঃ রউফ, এস এম নুরুল আমিন নাহিন, মাষ্টার হাবিবল্যাহ হাবিব, শেখ কওছার আলম, ফরহাদ হোসেন, ফারুক আজম প্রমুখ।