কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদে মঙ্গলবার হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভোর ৪ টা ২০ মিনিট থেকে বিকাল ৪ টা ৫৬ মিনিট পর্যন্ত অষ্টমীর স্নান চলে। এবারে প্রায় ৫ লাখ পূণ্যার্থীর আগমন ঘটে বলে স্নান উৎসবে আসা পূণ্যার্থীর জানায়। স্নান উৎসবে ২ দিন আগে থেকে দিনাজপুর,লালমনির হাট, নিলফামারী, রংপুর, সৈয়দপুর ও গাইবান্দা সহ বিভিন্ন এলাকা থেকে সড়ক পথে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোতে ও মোটরগাড়ি, নদী পথে ট্রলার ও নৌকাযোগে বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে পূণ্যার্থীরা সমবেত হন চিলমারী বন্দর ব্রহ্মপুত্রের পাড়ে। উৎসব কমিটির সভাপতি কর্ণধর বর্মন জানান, প্রতি বছরের মত এবারও ভারতসহ ও দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক পূণ্যার্থী যোগ দিয়েছেন স্নান উৎসবে। স্নান উৎসবকে কেন্দ্র করে সোমবার থেকে শুরু হয়েছে দুইদিন ব্যাপী লোকজ মেলা। চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম জানান, পূণ্যার্থীদের সুষ্ঠ ভাবে স্নান উৎসব সম্পন্ন ও জানমালের নিরাপত্তার জন্য সকল ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপির পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করাসহ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশি পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। লালমনির হাট থেকে আসা পূণ্যার্থী অরুন চন্দ্র বর্মন (৬০) জানায়, আমাদের দলে নারী-পুরুষ ও শিশু সহ ৬০জন রয়েছে। বাস যোগে সোমবার সন্ধায় স্নান উৎসব স্থানে পৌছি। তাবু টেনে রাতে বিভিন্ন ধর্মীয় কাজকর্ম শেষে ভোরে স্নান উৎসব সম্পন্ন করেছি। এদিকে অষ্টমীর স্নানে আসা লালমনিরহাট মোগলহাট এলাকার পুরোহিত রশিক চাঁদ ঠাকুর নামে এক ব্যাক্তি সোমবার রাতে অসুস্থ হয়ে পড়লে চিলমারী হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত্য বলে ঘোষনা করেন।