বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে অবস্থিত অতিহ্যবাহী দূর্গাসাগরে প্রতিবছরের ন্যায় এবারো শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পুন্যস্নান ও মেলা। মঙ্গলবার দুপুরে পুন্যস্নানের উদ্দেশ্যে পরিবারের অন্যান্য সদস্যদের দূর্গা সাগর দীঘিতে নামে রনজিৎ মন্ডল (১৮)। পরে তাকে খুঁজে না পেলে ফায়ার সার্ভিসে খবর দেয় কতৃপক্ষ। জানা যায়, দুপুর সারে ১২ টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল তাকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মৃত রনজিৎ মন্ডল (১৮) বরিশাল সদরের অক্সফোর্ড মিশন রোড এর ঘোষ বাড়ীর সাগর মন্ডলের ছেলে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ও দ্র্গূাসাগরের কর্মরতদের নির্দেশ দেন। এ সময় মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।