শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনু্ষ্িঠত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু প্রমুখ। উপস্হিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির, জাইকার উপজেলা ফেসিলিটেটর নিশিথ বরন রায়, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল, সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি এসকে দাশ সুমন প্রমুখ।